শিশুর প্রতি শারিরিক সহিংসতা ও বৈসম্যতা বন্ধে, সমাজের পিছিয়ে পড়া মানুয়ের পাশে দাড়ানো আন্তর্জাতিক বে-সরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির আয়োজনে এমন বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। কাহারোল উপজেলার সর্বস্তেরর শিশু সহ সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা করা হয়।
ছবি: প্রতিনিধি |
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির প্রায় ৩হাজার শিশুর মাঝে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়।
ছবি: প্রতিনিধি |
কাহারোল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর রূপান্তরমূখী উন্নয়রের ৫০ বছর পূর্তি উদযাপন “বাংলাদেশের সকল শিশুর জন্য আশা আনন্দ ও ন্যাযতার স্বর্ণালী ৫০বছর”