দিনাজপুরে ১৬ বছরের এক তরুনের গলা কাটা লাশ উদ্ধার - চিরিরবন্দর উপজেলা

সেচ পাম্প এর পাশে মিলল রক্তাক্ত গলা কাটা এক ১৬ বছরের তরুণের লাশ।


আজ ১৪ মার্চ আনুমানিক রাত ১০ টায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার নামক গ্রামের ক্ষেনপাড়া তরুনের গলা কাটা লাশ পরে থাকতে দেখা যায়।

ইন্টারনেট



রাতে বাসায় ফেরার পথে স্থানীয় জনগন দেখতে পায়। চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের ক্ষেনপাড়া এলাকায় আমন ধানের সেচ পাম্প একটি ঘরের পাশে পরে থাকে সেই তরুন।

রাতে মোবাইলের লাইট জ্বালালে তরুনের দেহে রক্তাক্ত গলা কাটা লাশ দেখতে পায় স্থানীয় জনগন । অজ্ঞাত ১৬ বছরের তরুনের বাড়ি রানীরবন্দর গুরু হাটি এলাকার বাসিন্দা বলে মনে করেছেন অনেকে সাথে মৃত দেহের পাশে একটি বাই-সাইকেল পরে থাকতে দেখা গেছে।

স্থানীয় প্রতিনিধি।

Post a Comment

Previous Post Next Post