উত্তরবঙ্গে চলছে জ্বালানি “পেট্রোল ও অকটেন” সংকট, পাম্পে কালো কাপড়ে ঢাকা, দিনাজপুর।

দিনাজপুরে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সংকটের কারণ এ জ্বালানি না পেয়ে ফিওে যেতে হচ্ছে যানবাহন চালকদের। প্রায় এক সপ্তাহ ধরে সংকট চলছে। জ্বালানি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গাড়ি চালকেরা।



জ্বালানি সংকট;

এদিকে পাম্প কতৃপক্ষরা বলেছেন, সরবরাহ না থাকায় পেট্রোল ও অকটেন বিক্রি আপাতত বন্ধ রেখেছেন তারা। তবে কবে নাগাদ এই সমস্যা সমাধান তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ। শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে দেখা মিলেছে পাম্পে তেল নেই। এবং কোন কোন পাম্পে গায়ে লিখা আছে তেল না থাকার নোটিশ।


দিনাজপুরের লিলি মোড়, সিএন্ডবি মোড়, বড় মাঠ, বড়পুল সহ কাহারোল উপজেলার বিভিন্ন স্থানে খুচরা পেট্রোল পাওয়া যাচ্ছে লিটার প্রতি ২০ থেকে ৩০ টাকা অধিক গুণতে হয়। যেখানে পেট্রোলের নির্ধারিত মূল্য ৮৯ টাকা লিটারে। অনেকেই পেট্রোল না পেয়ে অকটেন ব্যবহার করছেন, যদিও অকটেনের মজুদ শেষের দিকে বলে জানিয়েছেন স্থানীয় দোকান মালিক গুলো।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) পক্ষ থেকে বলা হচ্ছে ট্রেনের ওয়াগন সংকটের কারণে জ্বালানি তেল পরিবহন এর সমস্যা হচ্ছে, তাই সামরিক সংকট দেখা দিয়েছে।


০৮ মে, ২০২২ রবিবার,

স্থানীয় প্রতিনিধি, কাহারোল।


Post a Comment

Previous Post Next Post